শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

জীবনের খারাপ সময়ে ঘাবড়ে না যেয়ে ভাল সময়ের ফিরিয়ে নিয়ে আনার জন্য লড়াই করা দরকার।


এক বৃদ্ধ লোকের ৪ সন্তান ছিল। তিনি চাইলেন তাদেরকে শেখাতে কেন দ্রুত কোনকিছুর বিচার করতে হয়না। তাই তিনি ৪ সন্তানকে ডেকে দূরের গ্রামে একটি আম গাছ দেখতে পাঠালেন, কিন্তু ৪ জনকে একইসাথে না পাঠিয়ে পর্যায়ক্রমে গ্রীষ্ম, শরত, শীত ও বসন্ত ৪ ঋতুতে পাঠালেন। আমগাছটি সবাই দেখে আসার পর ১ম ছেলে বাবাকে বলল, গাছটি দেখতে অনেক কুৎসিত ও মরা। ২য় ছেলে প্রতিবাদ করে বলল, না, গাছটি সবুজে ভরপুর। ৩য় ছেলে বলল, গাছটি হলুদ ফুলে ভরপুর ও ঘ্রাণযুক্ত। ৪র্থ ছেলে বলল, না, গাছটি এখন ফলে ফলে ভরে আছে ও নতুন জীবনের জন্মদানে মগ্ন। বাবা হেসে বললেন, তোমরা সবাই ঠিকই বলেছ, তবে আংশিকভাবে। আমরা বেশিরভাগ সময়ই মানুষের এক একটা দিক দেখে বিচার করি। তাই সবসময় সবদিক বা সবঅবস্থা দেখার পর কোন জিনিস বা মানুষকে বিচার করা উচিত। এবং জীবনের খারাপ সময়ে ঘাবড়ে না যেয়ে ভাল সময়ের ফিরিয়ে নিয়ে আনার জন্য লড়াই করা দরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

করপোরেট দুনিয়ায় ‘জেন-জি’ কর্মী ব্যবস্থাপনা

  জেন-জিদের কর্মস্থলে কার্যকরভাবে হ্যান্ডলিং করা বা সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মানসিকতার দিকে নজর দিতে হব...