মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

ভাল থাকার জন্য ভাল মানুষ হবারও কোন বিকল্প নাই।

মানবতার কোন ধর্ম নাই; জাতের কোন বর্ণ নাই। শিক্ষার কোন বয়স নাই; জানার কোন শেষ নাই। ব্যার্থতার কোন হিসাব নাই; সফলতার কোন সংঙ্গা নাই চাহিদার কোন শেষ নাই; জ্ঞানের কোন সিমা নাই। দারিদ্রে কোন লজ্জা নাই; সম্পদেও কোন সুখ নাই। ভালবাসার বয়স নাই; ভাললাগার শেষ নাই। বেচে থাকার কোন বিমা নাই; সফলতার কোন সিমা নাই। সময়ের কাজ অসময়ে করলে তার কোন মূল্য নাই। ভাল থাকার জন্য ভাল মানুষ হবারও কোন বিকল্প নাই। তাই, মানুষের মত মানুষ হতে হলে তাই রে নাইরে করে জীবন কাটানোর কোন মানে নাই....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি!

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি! যারা এমন চিন্তায় আছেন তারা ঠিক লাইনেই আছেন। কারন আপনি কেন জব চেঞ্জ করতে চান তা আপনার থেকে ভাল কে...