বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

জয়ী হতে নিজের ভিতরের সিংহটাকে বের করে আনুন।

জয়ী হতে নিজের ভিতরের সিংহটাকে বের করে আনুন


বনের সবচেয়ে বড় প্রানী কোনটা?
জানি বলবেন, হাতি।
বনের সবচেয়ে লম্বা প্রানী কোনটি?
আপনি বলেন, জিরাফ।
বনের সবচেয়ে জ্ঞানী প্রানী কোনটি?
বলবেন, শিয়াল ছাড়া আবার কে।
বনের সবচেয়ে দ্রুতগতির প্রানী কোনটি?
অবশ্যি বলবেন, চিতাবাঘের নাম।

যদি বলি বনের প্রানীদের রাজা কে?
জানি আপনি একবাক্যে বলবেন, সিংহ।।

অথচ খেয়াল করুন উপরের কোন গুনাবলীইই তার নাই। তবুও সে বনের রাজা।
কেন???

কারন সে সাহসি ও নির্ভিক। সিংহ দৃঢ় পদক্ষেপে হাটে, সে ডরায় না কখনো, কাউকে ভয় পাইনা। সে বিশ্বাস করে কেউ তাকে থামাতে পারবেনা। সে শিকারের খোঁজে সবসময় ঝুকি নেয়। সে বিশ্বাস করে দুনিয়ার তাবত প্রানীই তার খাদ্য। সে সামান্য সুযোগ পেলেও চেস্টা করতে ছাড়েনা, সে কোন কিছুকেই তার থাবা থেকে ফস্কাতে দেয়না। সিংহ তাই এক অসাধারন প্রতিভা।


সিংহ থেকে আমরা যা শিখতে পারিঃ
জিবনে সফল হতে হলে, আপনাকে দ্রুততম হতে হবে না, সবথেকে জ্ঞানীও হতে হবে না, খুব স্মার্টও হতে হবেনা, অনেক ব্রিলিয়ান্ট হবারও দরকার নাই। আপনার যা দরকার তা হচ্ছে, কিছু করার সাহস, মন থেকে করা, সর্বোচ্চ চেস্টা করা, নিজের প্রতি বিশ্বাস করা যে আপনার দ্বারাই সম্ভব, আপনিই পারবেন।
এখন আপনার পালা, নিজের ভিতরের সিংহটাকে বের করে আনুন। সফলতা আপনারই হাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

করপোরেট দুনিয়ায় ‘জেন-জি’ কর্মী ব্যবস্থাপনা

  জেন-জিদের কর্মস্থলে কার্যকরভাবে হ্যান্ডলিং করা বা সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মানসিকতার দিকে নজর দিতে হব...