মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি?



অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি?

আপনিই বলুন, যেখানে আমার ৮০ বছর বয়সি বৃদ্ধ শিক্ষক বাবা প্রতিদিন কমপক্ষে ২/৩ ঘন্টা বই পড়েন, সেখানে আমার কতটুকু পড়া উচিত??

আব্বা ছবি তোলা পছন্দ করেননা। তাই তার অজান্তেই এই ছবি তোলার দুঃসাহস দেখিয়েছি। আব্বা নামাজে দাড়ালে আর বই হাতে নিলে সব ভুলে যান। আমি আমার আব্বার মত হতে চাই।

আপনাদের দোয়াটা পাব তো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি!

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি! যারা এমন চিন্তায় আছেন তারা ঠিক লাইনেই আছেন। কারন আপনি কেন জব চেঞ্জ করতে চান তা আপনার থেকে ভাল কে...