মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি?



অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি?

আপনিই বলুন, যেখানে আমার ৮০ বছর বয়সি বৃদ্ধ শিক্ষক বাবা প্রতিদিন কমপক্ষে ২/৩ ঘন্টা বই পড়েন, সেখানে আমার কতটুকু পড়া উচিত??

আব্বা ছবি তোলা পছন্দ করেননা। তাই তার অজান্তেই এই ছবি তোলার দুঃসাহস দেখিয়েছি। আব্বা নামাজে দাড়ালে আর বই হাতে নিলে সব ভুলে যান। আমি আমার আব্বার মত হতে চাই।

আপনাদের দোয়াটা পাব তো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

করপোরেট দুনিয়ায় ‘জেন-জি’ কর্মী ব্যবস্থাপনা

  জেন-জিদের কর্মস্থলে কার্যকরভাবে হ্যান্ডলিং করা বা সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মানসিকতার দিকে নজর দিতে হব...