শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

অফিসের বা প্রতিষ্ঠানের ছোট কর্মচারীও অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে পারে।


একবার এক রাজা দেশ ভ্রমনে বের হলেন। তিনি দেশের অবস্থা দেখার জন্য ওই অঞ্চলের সব রাস্তায় হেটে হেটে ভ্রমন করলেন। সারাদিন পরে যখন ভ্রমন শেষ করে প্রাসাদে ফিরলেন, তখন তিনি অনুভব করলেন তার পায়ে প্রচন্ড ব্যাথা। কারন তিনি যেসব রাস্তা দিয়ে ভ্রমন করেছিলেন সেই রাস্তাগুলো খুব অমসৃন ছিল। পরদিন তিনি রাজসভায় ধুকেই চরম রাগ দেখালেন ও সভাসদদের আদেশ দিলেন ওই অঞ্চলের সমস্ত রাস্তা চামড়া দিয়ে মুড়ে দেবার জন্য যেন তার পায়ে ব্যাথা না লাগে হাটার সময়। এই কাজ করতে গেলে দরকার অজস্র পশুর চামড়া ও জীবন নাশ। সাথে অবিশ্বাস্য খরচ ও অগনিত মানুষের অমানুষিক পরিশ্রম। কিন্তু রাজার আদেশ তাই ভয়ে কেউ কিছু বললনা। সবাই জ্বী হুজুর বলেই খালাস। রাজসভার কেরানি এককোনে দাঁড়িয়ে সব শুনে ভাবলো 'এ তো দেখি দেশ ধংস্বের পায়তারা করছে সবাই মিলে! সে তখন রাজাকে বলল" মহামান্য, আপনি যদি রাস্তাগুলো চামড়া দিয়ে না মুড়ে নিজের পা দুটোকে চামড়ার তৈরী জুতো দিয়ে মোড়ান তাহলেই এরপর থেকে রাজ্যভ্রমনের সময় আপনার পায়ে ব্যাথা করবেনা।" রাজা সামান্য নাপিতের এই সহজ সমাধান শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার এই বুদ্ধি সাদরে গ্রহন করলেন এবং রাজ্যের পশু ও মানুষ গুলো অনেক বড় বিপদ থেকে বেচে গেলো। শিক্ষাঃ অফিসের বা প্রতিষ্ঠানের ছোট কর্মচারীও অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে পারে। তাই সবাইকেই সমান গুরুত্ব দেওয়া উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি!

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি! যারা এমন চিন্তায় আছেন তারা ঠিক লাইনেই আছেন। কারন আপনি কেন জব চেঞ্জ করতে চান তা আপনার থেকে ভাল কে...