শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি বলে মন খারাপ করোনা।


পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি বলে মন খারাপ করোনা। বিশ্বাস রাখো সৃষ্টিকতা তোমায় নিয়ে এরচেয়েও আনেক ভালো পরিকল্পনা করে রেখেছেন। কাউকে চেনা এবং বুঝতে পারা সম্পুর্ন দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি । আমরা যতো জনকে চিনি তাদের সবাইকে কি আমরা বুঝি? অথচ কতো সহজেই মানুষ সম্পর্কে মন্তব্য করে বসি !! নারিকেলের কঠিন খোলের মাঝেই কিন্তু তরল পানিয় লুকিয়ে থাকে। আমার সব সমস্যা তুমি” দাঁড়াও, এটুকু শুনেই চলে যেও না। পুরো বাক্যটা তো “আমার সব সমস্যা তুমি আসার পর মিটে গেছে” – হতে পারে। ধোকা খেয়ে কখনো নিজেকে বোকা ভেবে কষ্ট পেয়ো না। মনে রেখো তোমার চাইতে ধোকা প্রদানকারী অনেক বেশি বোকা কারণ মানুষকে ধোকা দেয়া সম্ভব সৃষ্টিকর্তাকে নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

করপোরেট দুনিয়ায় ‘জেন-জি’ কর্মী ব্যবস্থাপনা

  জেন-জিদের কর্মস্থলে কার্যকরভাবে হ্যান্ডলিং করা বা সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মানসিকতার দিকে নজর দিতে হব...