মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

চেয়েছিলাম ৫ টাকা, দিলেন শতগুন বেশি।



আমার নানি আজ আমাকে ঈদিও দিয়েছেন। ২ বছর পর দেখা হল। এত বড় হয়ে গেছি, কিন্তু কোন ঈদ এ ঈদি দেননি এমনটি হয়নি। আমি দেখা করার সময় না পেলেও আম্মা এর হাতে ঠিকই আমার ঈদি দিয়ে দিয়েছেন। আমি তার কাছে সেই ছোট্ট নাতিই রয়ে গেছি আজ। তার ১৭ জন নাতি-নাতিন এর ভিতর আমি ৪ নং। উনি বয়স এর ভারে অনেক কিছুই ভুলে যান। আজ ঈদি দিতে ভুলে গিয়েছিলেন। আমি মনে করিয়ে দেওয়াতে উনি স্মিত হেসে বড় একটা নোটের টাকা দিলেন। চেয়েছিলাম ৫ টাকা, দিলেন শতগুন বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি!

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি! যারা এমন চিন্তায় আছেন তারা ঠিক লাইনেই আছেন। কারন আপনি কেন জব চেঞ্জ করতে চান তা আপনার থেকে ভাল কে...