রবিবার, ৪ মার্চ, ২০১৮

রুঢ় বাস্তবতা বা অলিক অসত্য



নূপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে, অথচ টিপের দাম একটাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস স্বাক্ষী আজ পর্যন্ত কোনো দিন লবনে পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে আবার পিপড়া ও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃতব্যক্তিকে স্মরণ করা হয়, আবার মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, বাকা পথে সবারই আগ্রহ বেশি। তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারের ধারে ধারে ঘুরতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি দুধে পানি মিশান নি তো? অথচ মানুষেরা মদে পানি মিশিয়ে খায়। মানুষকে জানোয়ার বললে খেপে যায়, আর বাঘের বাচ্চা বললে খুশি হয়।। অথচ দুটোই পশুর বাচ্চা। আমরা মানুষ বড়ই আজব।। ভাল মন্দের পার্থক্য কবে বুঝবো?? (উৎসকৃত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

করপোরেট দুনিয়ায় ‘জেন-জি’ কর্মী ব্যবস্থাপনা

  জেন-জিদের কর্মস্থলে কার্যকরভাবে হ্যান্ডলিং করা বা সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মানসিকতার দিকে নজর দিতে হব...