সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০



#দশানূ_জীবন

জীবন যখন ল্যাংচাই,
ভালবাসা ও ভালথাকা
দুটোই তখন মুখ ভ্যাংচাই।
বলতে বারন অনেক কথা,
কিন্তু শুনতে তোমায় হবেই
হোক না যতই কান ব্যাথা।
তোমার মত করে তুমি
অন্যের জন্য করে যাও,
কি পাবে কি পাবে না
তার হিসাব ভূলে যাও।
জীবন খাতায় যতই তুমি
লেনাদেনার হিসাব কসো,
ব্যালেন্সশিট মিলবে না
এটা ভেবেই অংকে বসো।
তারপরও নুইয়ে মাথা
হয়তো বেচে থাকতে হবে,
পা দুটোকে আগলে রেখো
অনেক পথ হাটতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

করপোরেট দুনিয়ায় ‘জেন-জি’ কর্মী ব্যবস্থাপনা

  জেন-জিদের কর্মস্থলে কার্যকরভাবে হ্যান্ডলিং করা বা সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মানসিকতার দিকে নজর দিতে হব...