সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০


পা ও পথ

শিবলী এইচ আহমদ


পা দুটোকে সাথেই রাখিস
অনেক পথ যেতে হবে,
টপকাতে হবে অনেক খাদ।
মাথা তো নুয়েছে অনেক আগেই
অন্তত পা দুটো বেচে থাক।
পা পা করে পায়ের চলা
অবিরত চলতেই থাক,
পাসনে ভয় ওরে মানব
একদিন ঠিকই কুর্নিশ পাবি
এই পায়েই ওরা রাখবে হাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

করপোরেট দুনিয়ায় ‘জেন-জি’ কর্মী ব্যবস্থাপনা

  জেন-জিদের কর্মস্থলে কার্যকরভাবে হ্যান্ডলিং করা বা সঠিকভাবে কাজে লাগানোর জন্য তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং মানসিকতার দিকে নজর দিতে হব...