রবিবার, ১৮ মার্চ, ২০১৮

নিজেকে পেয়ালার মত সংকীর্ণ না করে, নদির মত প্রশস্ত করুন।



একদিন এক যুবক খুব মন খারাপ করে উপসনালয়ে বসে ছিল। তার এই কষ্টক্লিষ্ট চেহারা দেখে এক বয়স্ক জ্ঞানী বৃদ্ধ তার পাশে এসে বসে বলল আমি কি তোমার সাথে একটু সময় কাটাতে পারি। যুবকটি রাজি হল। তখন লোকটি বলল, আসো আমরা একটি কাজ করি বলে তিনি একটি গ্লাস পানি ও এক প্যাকেট লবন দিলেন যুবকের হাতে। তাকে বললেন, এক মুঠ লবন নিয়ে গ্লাসে ঢাল ও গুলায়ে ফেল। যুবকটি তা করলে তিনি তাকে বললেন, এবার ওখান থেকে পানি খাও। যুবকটি পানি পান করল। তিনি তাকে জিজ্জেস করলেন, স্বাদ কেমন। সে বলল, অত্যধিক নোনতা, খেতে খুব কস্ট।


এবার তিনি যুবককে বাইরে একটি নদির পাড়ে নিয়্র গেলেন। বললেন, আবার এক মুঠ লবন নাও এবং তা নদির পানিতে মেশাও। যুবকটি তা করলে তিনি তাকে নদি থেকে এক গ্লাস পানি নিয়ে খেতে বললেন। যুবকটি নদি থেকে পানি নিয়ে পান করার পর বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন, খেতে কেমন। সে বলল, আগের মত মোটেও নোনতা নয়, ভালই খেতে।

তখন লোকটি বলল, জীবনের পাওয়া সব দুঃখ কস্টগুলো ওই লবনের মতই। কস্টের পরিমানও সবসময় একই রকম থাকে। কিন্তু কস্টের অনুভূতিটা বা স্থায়িত্ব নির্ভর করে কতটুকু পরিসরে আমরা তাকে গ্রহন করছি।

নিজেকে পেয়ালার মত সংকীর্ণ না করে, নদির মত প্রশস্ত করুন। 
কস্টের পরিমানটাও অনেক কমে যাবে, বন্ধু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি!

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি! যারা এমন চিন্তায় আছেন তারা ঠিক লাইনেই আছেন। কারন আপনি কেন জব চেঞ্জ করতে চান তা আপনার থেকে ভাল কে...