রবিবার, ১২ জুন, ২০১৬

মানব সম্পদ ব্যাবস্থাপনা


" মানব সম্পদ ব্যাবস্থাপনা "  এইখানে তিনটি শব্দ আছে,

 ১. মানব ২. সম্পদ ৩. ব্যবস্থাপনা


সবার আগে আমাদের ৩ নম্বার শব্দের দিকে নজর দিতে হবে। " ব্যবস্থাপনা "


ব্যবস্থাপনাঃ ব্যবস্থাপনা হল অন্যের দ্বারা কাজ আদায় করার কৌশল। অন্যের দ্বারা বলতে মানুষ কে বুঝানো হয়েছে। আর যখন নানা কৌশল অবলম্বন করে মানুষ কে কাজে লাগিয়ে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য কে অর্জন করা সম্ভব হয়, তখন এই মানব কে সম্পদ হিসাবে আখ্যায়িত করা যায়। 


       তাই, মানব সম্পদ ব্যবস্থাপনা কে আমরা এই ভাবে সংজ্ঞা দেওয়া যায় যে, একটি প্রতিষ্ঠানের কর্মী বাহিনী উপযুক্তভাবে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য  অর্জন করাকেই মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি!

ভাবতেছি জবটা চেঞ্জ করব। কিন্তু ভয় পাচ্ছি! যারা এমন চিন্তায় আছেন তারা ঠিক লাইনেই আছেন। কারন আপনি কেন জব চেঞ্জ করতে চান তা আপনার থেকে ভাল কে...